টেবিল অপারেশন
টেবিল তৈরি
CREATE TABLE কমান্ড দিয়ে টেবিল তৈরি করতে হয়। নিচে এটি টেবিল তৈরি করার জন্য SQL কমান্ড লেখা হয়েছে। বলা হয়েছে যদি table_name
নামে কোন টেবিল না থাকে তবে টেবিল তৈরি করতে, যার ইঞ্জিন MyISAM, ডিফল্ট ক্যারেক্টার সেট utf8 এবং কোলেট utf8_unicode_ci।
টেবিল সম্পাদনা
ALTER TABLE
কমান্ড দিয়ে টেবিলের স্কিমা/স্ট্রাকচার পরিবর্তন করা যায়।
উদাহরনঃ টেবিলে name
নামে একটি নতুন কলাম যুক্ত করা হয়েছে নিচের কমান্ড দিয়ে।
টেবিল মুছে ফেলা
DROP TABLE
কমান্ড দিয়ে টেবিল ডাটাবেস থেকে মুছে ফেলা যায়।
Last updated