সময় ও তারিখ এর ব্যবহার
মাইসিকুয়েল এ সময় এবং তারিখ নিয়ে কাজ করার জন্য বেশ কিছু বিল্ট-ইন ফাংশন আছে।
NOW()
ফাংশনটি বর্তমান সময় Y-m-d H:i:s
ফরম্যাটে রিটার্ন করে।
উদাহরনঃ
CURDATE()
ফাংশনটি বর্তমান তারিখ Y-m-d
ফরম্যাটে রিটার্ন করে।
উদাহরনঃ
CURTIME()
ফাংশনটি বর্তমান সময় H:i:s
ফরম্যাটে রিটার্ন করে।
উদাহরনঃ
DATE()
ফাংশনটি ডাটা থেকে Y-m-d
ফরম্যাটে তারিখ রিটার্ন করে।
উদাহরনঃ
DATEDIFF()
ফাংশনটি দুইটি তারিখের মধ্যবর্তী সময়/দিন প্রকাশ করে।
উদাহরনঃ
Last updated