বাংলায় SQL টিউটোরিয়াল
  • কোর্স পরিচিতি
  • উপক্রমণিকা
  • ইনস্টলেশন
  • ডাটাবেজ
  • ডাটা টাইপ
  • ডাটাবেস ডিজাইন
    • রিজার্ভড কিওয়ার্ড
  • টেবিল অপারেশন
  • এসকিউএল কমান্ড'স
    • স্ট্রিং অপারেশন
    • গানিতিক অপারেশন
    • লজিক্যাল অপারেশন
    • JOIN
    • সময় ও তারিখ এর ব্যবহার
    • অপারেটর'স
  • ডাটাবেস অপ্টিমাইজেশান
    • স্টেটমেন্ট অপ্টিমাইজেশান
    • কুয়েরী অপ্টিমাইজেশান
    • ইনডেক্স অপ্টিমাইজেশান
    • ডাটাবেস স্ট্রাকচার অপ্টিমাইজেশান
    • বাফারিং এবং ক্যাশিং
    • MySQL সার্ভার অপ্টিমাইজেশান
    • Benchmarking
    • Benchmarking
Powered by GitBook
On this page
  1. এসকিউএল কমান্ড'স

সময় ও তারিখ এর ব্যবহার

মাইসিকুয়েল এ সময় এবং তারিখ নিয়ে কাজ করার জন্য বেশ কিছু বিল্ট-ইন ফাংশন আছে।

NOW() ফাংশনটি বর্তমান সময় Y-m-d H:i:s ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

SELECT NOW() FROM table_name;

CURDATE() ফাংশনটি বর্তমান তারিখ Y-m-d ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

SELECT * FROM table_name WHERE date_col = CURDATE();

CURTIME() ফাংশনটি বর্তমান সময় H:i:s ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

SELECT * FROM table_name WHERE date_col = CURTIME();

DATE() ফাংশনটি ডাটা থেকে Y-m-d ফরম্যাটে তারিখ রিটার্ন করে।

উদাহরনঃ

SELECT ProductName, DATE(OrderDate) AS OrderDate
FROM Orders
WHERE OrderId=1

DATEDIFF() ফাংশনটি দুইটি তারিখের মধ্যবর্তী সময়/দিন প্রকাশ করে।

উদাহরনঃ

SELECT DATEDIFF('2014-11-29','2014-11-30') AS DiffDate
PreviousJOINNextঅপারেটর'স

Last updated 6 years ago