স্ট্রিং অপারেশন
কোন কলামের স্ট্রিং ডাটা আপার-কেসে দেখানোর জন্য UCASE()
ফাংশন টি ব্যবহার করা হয়।
SQL UCASE() সিনট্যাক্স
কোন কলামের স্ট্রিং ডাটা লোয়ার-কেসে দেখানোর জন্য LCASE()
ফাংশন টি ব্যবহার করা হয়।
SQL LCASE() সিনট্যাক্স
কোন কলামের স্ট্রিং ডাটা ছোট করে দেখানোর জন্য MID()
ফাংশন টি ব্যবহার করা হয়। একই কাজ SUBSTRING()
ফাংশন দিয়েও করা যায়।
SQL MID() সিনট্যাক্স
SQL SUBSTRING সিনট্যাক্স
উদাহরনঃ
দুই বা ততোধিক কলামের ডাটা এক সাথে যুক্ত করার জন্য CONCAT() ফাংশনটি ব্যবহার করা হয়।
SQL CONCAT() সিনট্যাক্স
উদাহরনঃ
স্ট্রিং সম্পর্কিত আরও ফাংশন সম্পর্কে জানতে এই সাইট ভিজিট করুন।
Last updated