স্ট্রিং অপারেশন

কোন কলামের স্ট্রিং ডাটা আপার-কেসে দেখানোর জন্য UCASE() ফাংশন টি ব্যবহার করা হয়।

SQL UCASE() সিনট্যাক্স

SELECT UCASE(column_name) FROM table_name;

কোন কলামের স্ট্রিং ডাটা লোয়ার-কেসে দেখানোর জন্য LCASE() ফাংশন টি ব্যবহার করা হয়।

SQL LCASE() সিনট্যাক্স

SELECT LCASE(column_name) FROM table_name;

কোন কলামের স্ট্রিং ডাটা ছোট করে দেখানোর জন্য MID() ফাংশন টি ব্যবহার করা হয়। একই কাজ SUBSTRING() ফাংশন দিয়েও করা যায়।

SQL MID() সিনট্যাক্স

SELECT MID(column_name,start,length) AS some_name FROM table_name;

SQL SUBSTRING সিনট্যাক্স

SELECT SUBSTRING(column_name,start,length) AS some_name FROM table_name;

উদাহরনঃ

SELECT MID(city,1,4) AS short_city
FROM customers;
SELECT SUBSTRING(city,1,4) AS short_city
FROM customers;

দুই বা ততোধিক কলামের ডাটা এক সাথে যুক্ত করার জন্য CONCAT() ফাংশনটি ব্যবহার করা হয়।

SQL CONCAT() সিনট্যাক্স

SELECT CONCAT(str1,str2,...) AS al_name
FROM table;

উদাহরনঃ

SELECT CONCAT(col_1,col_2) AS al_name
FROM table;

স্ট্রিং সম্পর্কিত আরও ফাংশন সম্পর্কে জানতে এই সাইট ভিজিট করুন।

Last updated